রুগীর বাড়ি হবিগঞ্জ মাধবপুর এলাকায়। ক্যান্সার রোগের জন্য তার আটটি কেমোর মধ্যেও সাতটি কেমো ইতিমধ্য দেয়া হয়েছে বাকি রয়েছে আরেকটি মাত্র কেমো। এমতাবস্থায় মাথায় ক্ষত নিয়ে ভিক্ষারত অবস্থায় রোগীটিকে রাস্তায় দেখতে পাই। প্রথমে মনে হয়েছিল রুগীটি সত্যিকারের প্রফেশনাল ভিক্ষুক । পরবর্তীতে সে জানায় সে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে তার পরিবার রয়েছে আছে। টাকা নাই বিধায় এখানে ভিক্ষা করে যে টাকা প্রতিদিন পায় এটা দিয়ে তারা খাওয়া-দাওয়া করে এবং ওষুধ কিনেন। এসময় আসকের সিলেট বিভাগীয় সভাপতি রকিব আল মাহমুদকে তিনি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন সে ক্যান্সার রোগে আক্রান্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তাদের একমাত্র ছেলে , যে রিক্সা চালিয়ে সংসার চালায় । এই একটি কেমো দেওয়ার মত অর্থ তাদের কাছে নেই। এসময় তাদের সাংসারিক ব্যক্তিগত অনেক দুঃখের তিনি শুনেন । সকল কথা শুনার পর সভাপতি জনাব রকিব আল মাহমুদ কেমোটি দেওয়ার সকল খরচের দায়িত্ব নেন । এসময় তিনি এই অসুস্থ বাবার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।